April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শ্রমিকদের দাবি নিয়ে চাবাগানে গেট মিটিং

বেতন বৃদ্ধি সহ কয়েকটি দাবী নিয়ে সব ষ্টাফ এন্ড সাব ষ্টাফ জয়েন্ট একশন কমিটি বিভিন্ন চা বাগানে তিন ঘন্টার বেশী সময় ধরে গেট মিটিং করল।মাল ব্লকের এলেনবাড়ী,ওয়াশাবাড়ী,লিসরিভার,ওদলাবাড়ী,রানীচেরা,রাঙামাটি সহ বিভিন্ন চা বাগানে সকাল সাড়ে সাতটা থেকেভ১১-৩০ পর্যন্ত এই গেট মিটিং এর দাবী ছিল বেতন বৃদ্ধি, অবসরের বয়স আটান্ন থেকে বাড়িয়ে ষাট বছর, করা, পি এফ ও গ্রাচুইটি পয়সা সময়মত প্রদান সহ অন্য দাবীতে এই সভা।দাবী নিয়ে ফ্যাক্টরীর সামনে স্লোগান দেওয়া ছাড়াও দফায় দফায় বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।

এই বিষয়ে ওয়াশাবাড়ী চা বাগানের প্রধান সর্দার কিশোর বিশ্বকর্মা বলেন পা্হাড়,তরাই ও ডুয়ার্সেরঁ বিভিন্ন চা বাগানে আজ গেট মিটিং হয়।তাদের প্রধান দাবী বেতন বৃদ্ধি।তাছাড়া বাগানের অন্য সুবিধা,সময়মত পাওয়ার দাবী ও গুরুত্বপূর্ন।দিনে দিনে চাবাগানে শ্রমিকদের উপর শোষন বেড়ে যাচ্ছে।এরকম শোষন ইংরেজরাও করে নি।জিনিষপত্রের আকাশ ছোয়া দাম বৃদ্ধির ফলে সংসার চালান খুব মুস্কিল।এই নিয়ে বিগত কয়েক বছর ধরে আন্দোলন করা হলেও সমস্যা সেই তিমিরে আছে। তাই বাধ্য হয়ে সব চাবাগানে শ্রনিকেরা ঐক্যবদ্ধ ভাবে এই আন্দলনে সামিল হয়।