April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশে অনুপস্থিত দেব-মিমি, তাদের বিরুদ্ধে উঠা সমালোচনার কড়া জবাব নুসরতের

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অধিবেশন কক্ষে সরব হতে হবে, এমনটাই নির্দেশ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা
বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সোমবার লোকসভায় ভোটাভুটির সময়ে হাজির ছিলেন না তৃণমূলের ৬ সাংসদ। তাঁদের মধ্যে
ছিলেন তারকা সাংসদ দেব-মিমিও। আর সাংসদদের এই অনুপস্থিতি নিয়েই সরগরম হয়েছে রাজনৈতিক মহল।
যারফলে, কঠোর সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। সোমবার মধ্যরাতে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল
পাশের ভোটগ্রহণের সময় তৃণমূলের মোট ৬ জন অনুপস্থিত ছিলেন- মিমি চক্রবর্তী, দীপক (দেব) অধিকারী, শিশির
অধিকারী, চৌধুরী মোহন জাটুয়া, দিব্যেন্দু অধিকারী এবং খালিলুর রহমান। দুপুরে যখন লোকসভায় বিল পেশ হয়
সেসময় অধিবেশন কক্ষে দেখা যায়নি নুসরত জাহান এবং সাজদা আহমেদকেও। পাশাপাশি দেব-মিমির অনুপস্থিত
থাকার কারণ নিয়ে সমালোচনা হলে টুইটে কড়া জবাব দিয়েছেন নুসরত। তাঁর কথায়, ‘‘আমার এই দুই সতীর্থ, মিমি
এবং দেবের পক্ষ থেকে জানাতে চাই যে তাঁরা শ্যুটিং এ ব্যস্ত রয়েছেন। এটাও আমাদের ‘বাড়তি দায়িত্ব’-এর মধ্যে পড়ে।
এবং তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেটে তিনশোরও বেশি মানুষ থাকেন।’’ একেবারে স্পষ্ট ভাষায় বলেন, ‘‘কেন মানুষ শুধু
নেতিবাচক কথা বলে? যদি মানুষ নিজের চরকায় তেল দেয়, তাহলে হয়তো এই পৃথিবীটা বসবাসের পক্ষে অনেক কম
বিরক্তিকর হয়।’’