April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বৃষ্টিকে উপেক্ষা করে দুয়ারে সরকার কর্মসুচীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে স্বাগত জানালো এলাকাবাসীরা

বৃষ্টিকে উপেক্ষা করে ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসুচীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানালো এলাকার লোকজনেরা। লাল পাড় সাদা শাড়ি পরে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে প্রণাম করে দুয়ারে সরকারের ক্যাম্পের লাইনে দাড়ালেন মহিলারা।পাশাপাশি বাউল গানের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে।এদিন এই ছবি ফুটে উঠলো ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া একটি ক্যাম্পে।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১৬ই আগস্ট থেকে শুরু হয়েছে দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি।১৮ টি প্রকল্পের সুযোগ সুবিধা এবার দুয়ারে সরকার ক্যাম্পে গ্রহণ করতে পারবে সাধারণ মানুষ।এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে ৫০০ ও ১০০০ করে যে টাকা পাবে তা অনেকটাই সুবিধা হবে বলে দাবি মহিলাদের।এদিন মহিলারা লাল পাড় সাদা শাড়ি পড়ে মুখ্যমন্ত্রীর ছবিতে প্রণাম করে লক্ষীর ভাণ্ডারের ফর্ম নিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা বাউল গানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এই কর্মসূচি সাধারণ মানুষের কাছে যথেষ্ট নজর কেড়েছে।ফর্ম নিতে আসা মহিলারা জানায় মুখ্যমন্ত্রী মহিলাদের কথা ভাবেন।মহিলাদের জন্য তিনি যে প্রকল্প চালু করেছে এর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে মহিলারা।