April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাসন্তী হাইওয়েতে চলছে ১২ ঘণ্টার বনধ

সোমবার সপ্তাহের প্রথম দিনে বসিরহাট মহকুমায় চলছে ১২ ঘণ্টার বনধ। এরমধ্যেই বাসন্তী হাইওয়ের কানমারি মোড়ে পথ অবরোধ করেছেন বিজেপি সমর্থকরা। ফলে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সরকারি বাস সহ বহু যানবাহন। সময় যত গড়াচ্ছে গাড়িঘোড়ার লাইন ততই দীর্ঘ হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ সোমবার সপ্তাহের প্রথম দিনে বসিরহাট মহকুমায় চলছে ১২ ঘণ্টার বনধ। এরমধ্যেই বাসন্তী হাইওয়ের কানমারি মোড়ে পথ অবরোধ করেছেন বিজেপি সমর্থকরা। ফলে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সরকারি বাস সহ বহু যানবাহন। সময় যত গড়াচ্ছে গাড়িঘোড়ার লাইন ততই দীর্ঘ হচ্ছে। সন্দেশখালির ন্যাজাটে দলের ২ কর্মীর খুনের প্রতিবাদ জানিয়ে রাজ্য কালাদিবস পালন করছে বিজেপি।

বিজেপি কর্মীরা জানান , “মানুষের অসুবিধা হচ্ছে হোক আমাদের ২ কর্মী খুনের বিচার চাই। নিখোঁজ অন্য এক কর্মীকে খুঁজে দিতে হবে। কোনও বাস চলতে দেব না। সাধারণ মানুষ দেখুক আমাদের ওপরে কীভাবে অত্যাচার চলছে।”

অবরোধের পাশাপাশি সকাল থেকেই ধু ধু করছে কানমারি মোড়। বন্ধ দোকানপাট। রাস্তায় নেই লোকজন।কানমারি ছাড়াও বিভিন্ন জায়গায় চলেছে অবরোধ। এমনকি পুলিসের গাড়িও দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়েই পরিস্থিতির ভিডিও রেকর্ড করেন পুলিস আধিকারিকরা।

এদিকে, শনিবারের ঘটনার পর এখনও বসিরহাটে বিভিন্ন জায়গায় আতঙ্ক রয়েছে। এলাকার বিভিন্ন জায়গায় এখনও পড়ে রয়েছে গুলির খোল। এলাকার মানুষের অভিযোগ, গন্ডগোল শুরু পরই এলাকা ঘিরে ফেলে বাইক বাহিনী। চলতে থাকে গুলি। ওই বিশাল দুষ্কৃতী বাহিনী কীভাবে এলাকায় ঢুকলো, কীভাবে এত গুলি বন্দুক আসল তা নিয়ে এবং পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।