
চলতি মাসের আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা | এবারে সল্টলেকে সেন্ট্রাল পার্কে বইমেলা অনুষ্ঠিত হবে | আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা | তবে এবারে বই প্রেমীদের জন্য রয়েছে সুখবর |
ইস্ট ওয়েস্ট মেট্রোর তরফে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ৩১ শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে | অন্যান্য দিন যেখানে সারা দিনে ১০৬ টি মেট্রো চলে | তার জায়গায় বইমেলা চলাকালীন সারাদিন দিনে ১২০ টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ |
More Stories
জোকা ও মাঝেরহাট রুটের মেট্রোযাত্রীদের জন্য সুখবর
এলগিন রোডের তিন রুফটপ বার-রেস্তরাঁ ভাঙায় আপাতত ‘না’ হাই কোর্টের
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন