April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্ষতিগ্রস্ত বাঘ ঘুরে দেখলেন জলপাইগুড়ি আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক

ক্ষতিগ্রস্ত বাধ ঘুরে দেখলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক। সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকেরা।

উল্লেখ্য গত ১৯ তারিখ ঘীস নদীর জলে জলে ভেঙ্গে যায় মাল ব্লকের লিসরিভার চাবাগানের ঘীস নদীর বাধ। সেই ক্ষতিগ্রস্ত বাধ ঘুরে দেখেন জেলা শাসক এবং মন্ত্রী। কিছুদিন আগে বিডিও অফিসের উদ্যোগ কাজ শুরু হলেও বাধের যা পরিস্থিতি তাতে নদীতে চ্যানেল কাটা ছাড়া উপায় নেই। কারন প্রতি মুহুর্তে ঘীস নদী চাবাগান এবং গ্রামের দিকে এগিয়ে আসছে।

জেলা শাসক বলেন, ঘীস নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাধ। সরকারি আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করা হলো। এর মধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ শুরু হবে।
নদীতে চ্যানেল কেটে নদীর গতিপথ ঘুরানো হবে। বাধকে বাকি অংশ টুকু রক্ষা করার জন্য নদীতে তৈরি হবে তিনটি বড় রিফলেক্টার।

মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, সরকারি উদ্যোগে বাধের কাজ চলছে। এর মধ্যে সেচ দপ্তর কাজ শুরু করবে। বাধটি রক্ষা করতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে।