August 10, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

১৬ জন শিল্পীর কণ্ঠে-‘ করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই’

করোনা মোকাবিলায় গোটা বিশ্ব তথা সারা দেশে চলছে লকডাউন। পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এমনকি মানুষকে স্বচেতনতা করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার কবিতার মাধ্যমে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা জানালেন শিল্পীরা। বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তীর ভাবনায় ও সৃজনে সারা পৃথিবীর ৭টি দেশের ১৬জন বিশিষ্ট শিল্পীদের নিয়ে তৈরী হলো কবিতার ভিডিও- করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই। এ মুহূর্তে গোটা পৃথিবীর প্রার্থনাকে নিজের লেখা কবিতায় ফুটে তুলেছেন শুভদীপ। সেই কবিতায় ধ্বনিত হয়েছে ১৬ জন শিল্পীর কণ্ঠে। কলকাতা তথা ভারতের শিল্পীদের সাথে গলা মিলিয়েছেন বাংলাদেশ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা ও লন্ডনের শিল্পীরা।
কবিতার উচ্চারণে রয়েছেন শ্রাবনী সেন, সাহেব চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাস, রাগেশ্রী ঘোষ, তথাগত সেনগুপ্ত , সঙ্কর্ষণ মুখার্জী সহ প্রমুখগন।