September 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

হুগলি নদীতে ফ্লাইঅ্যাশ ভরতি বাংলাদেশি জাহাজ ডুবে বিপত্তি

হুগলি নদীতে ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, বুধবার রাতে বজবজের কাছে ‘সি ই এস সি’থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই করে একটি বাংলাদেশি জাহাজ এমভি তোফাদারি-৪ বাংলাদেশে ফিরছিল।

জাহাজটি রাতে সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে নোঙর করে। হুগলি নদীতে তখন জোয়ার ছিল। জোয়ারের জলের তোড়ে পাশে থাকা অন্য একটি জাহাজের সঙ্গে হঠাৎই ধাক্কা লাগে এমভি তোফাদারি-৪’এর। সেই ধাক্কায় বাংলাদেশি জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। সঙ্গে সঙ্গে জাহাজে থাকা আটজনের সাতজনই নদীতে ঝাঁপিয়ে সাঁতরে পাশের জাহাজটিতে উঠে পড়েন।

বাকি একজন নাবিক জাহাজটিতেই রয়ে যান। এরপর বৃহস্পতিবার সকাল হতে না হতেই ট্যাংরার চরের কাছে ওই ফ্লাইঅ্যাশ ভরতি জাহাজটি পুরোপুরি হুগলি নদীতে ডুবে যায়। উদ্ধার হওয়া আট বাংলাদেশিকে এদিন সকালে কুলপি থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। সকলেই সুস্থ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।