July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

হতাশায় বাজি ব্যবসায়ীরা

অনিশ্চয়তার প্রহর গুনছেন বাজি ব্যবসার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের প্রায় ৩১ লক্ষ মানুষ।
কেবলমাত্র মহেশতলা-বজবজ এলাকাতেই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত আছে প্রায় ১৫ হাজার মানুষ। সেই মহেশতলা-বজবজ আতশবাজি সমিতির সম্পাদক শুকদেব নস্কর যেমনটা আমাদেরকে জানালেন “যদি মহামান্য আদালত তাদের বিপক্ষে রায় দেয় সেক্ষেত্রে প্রায় ৩১ লক্ষ মানুষ রুজিরুটি হীন হয়ে পড়বে। আজ থেকে পাঁচ মাস আগেও যদি এমন কোনো রায় ঘোষণা করা হতো সে ক্ষেত্রে এই বাজি ব্যবসায় কেউই এত কোটি টাকা লগ্নী করতোনা। তার মতে প্রায় ৬ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এই ব্যবসায় লগ্নি করা হয়েছে। তাদের আশা মহামান্য আদালত শিল্প এবং পরিবেশ এই দুইয়ের সহাবস্থানকে মাথায় রেখেই কোন রায় দেবেন।”