শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- সড়ক সুরখ্যা মাস উদযাপন করলো পুলিস। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিসের উদ্যোগে বেলদা থানার পরিচালনায় খড়গপুর – বালেশ্বর জাতীয় সড়কের বাখরাবাদ স্কুল মোড়ের কাছে সড়ক সুরখ্যা কর্মসূচি সংগঠিত হয় । সড়ক সুরক্ষা, জীবন রক্ষা’- শ্লোগানকে সামনে রেখে সড়ক সুরক্ষা মাস উদযাপন হয়।
হেলমেটহীন বাইক চালকদের সচেতন করার পাশাপাশি হেলমেট প্রদান করা হয়। গাড়ির চালকদের পথ নিরাপত্তায় লেখা সচেতনতা বিষয়ক লিফলেট দেওয়া হয়। গাড়িতে লাগানো হয় রিফ্লেক্টার। সহযোগিতায় ছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক সামিম বিশ্বাস, বেলদা থানার ওসি সুব্রত বিশ্বাস ও অন্যরা। পরে পোক্তাপোল ময়দানে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পথ নিরাপত্তায় মানুষকে সচেতন করতে চারটি দলের ভলিবল প্রতিযোগিতা হয়। তার মধ্যে বেলদা থানা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দুটি ও এলাকার দুটি দল ছিল। খেলা শেষে পুরষ্কারও দেওয়া হয়।
বেলদা থানা একাদশ জয়লাভ করে, রানার্স হয় আকন্দা ভলিবল দল। খেলায় অংশ নিয়েছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ও বেলদা থানার ওসি ও অন্যরা।