April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

করোনা রোধ করতে একটানা কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু বারবার তাঁদের হেনস্তা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এবার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে রাজ্যগুলিতে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। রাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানান, স্বাস্থ্যকর্মী-সহ চিকিৎসকদের হেনস্তা করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শুক্রবার ক্যাবিনেট মিটিং সেরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, “স্বাস্থ্যকর্মীদের আঘাতের ঘটনা এই আইনে জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। দোষী সাব্যস্ত হলে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। যখন গোটা দেশ স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ করছে তখন কিছু মানুষ স্বাস্থ্যকর্মীদের বারবার আঘাত করছেন। তাদের মধ্যে বদ্ধপরিকর ধারণা জন্মেছে যে স্বাস্থ্যকর্মীরাই নাকি সংক্রমণ ছড়াচ্ছে। এই আক্রমণ কিছুতেই বরদাস্ত করা হবে না।”