
শনিবার মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের সমর্থনে ভোট প্রচার করলেন বীরভূম জেলার জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল
দশ বছর আছো কংগ্রেসের বিধায়ক , কাজ কিছু করোনি, শুধু মানুষকে ঠকিয়েছো , মানুষের পাশে নও তুমি নাম না করে কংগ্রেসের বিধায়ক ফিরোজা বেগমকে কটাক্ষ অনুব্রত।
পাশাপাশি তিনি বলেন কোনো নেতা নয় আমি আপনাদের মতই একজন সাধারণ মানুষ। আমি কথা দিচ্ছি আপনারা সৌমিক হোসেনকে বিপুল ভোটে জেতান কাজের দায়িত্ব আমি নিচ্ছি 5 বছরের মধ্যে সব সমস্যা মিটিয়ে দেবো।
ঠিক এমনভাবেই অনেকটাই যেনো ফিল্মি কায়দায় বক্তব্য রাখলেন অনুব্রত মণ্ডল ।
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব