March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

সামাজিক দূরত্ব বজায় রেখে খুঁটি পূজার সূচনা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ঢাকে কাঠি পড়তে আর বেশী বাকি নেই। তবে করোনা আবহাওয়ায় অন্যান্য বছরের তুলনায় প্রস্তুতি পর্ব অনেক টাই ঢিমেতালে।তবে তারমধ্যেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে একেবারেই মাঠে মার যাবেনা তা পূজো কমিটির প্রস্তুতি দেখলেই সহজেই অনুমান করা যায়। করোনা ভীতিকে দূরে রেখেই দূর্গাপূজোর খুঁটি পূজোর সূচনা বেশ কিছু দিন আগে থেকেই রাজ্যে শুরু হয়েছে।সামাজিক দূরত্ব মেনেই শুরু হয়েছে খুঁটি পূজোর সূচনা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সামাজিক ব্যবধান মেনে খুঁটি পূজোর সূচনা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দকুমার মিশ্র। জানা গিয়েছে এই বছর ৩০ তম বর্ষে এবছর পদার্পন করছে মেচগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির এই দূর্গাপূজো। আজ খুঁটি পূজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা ঘটলো পূজোর। তবে এদিন খুঁটি পূজো উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। জানা গিয়েছে এদিন প্রায় ৮০ জন রক্তদাতা রক্তদান করেন। এর পাশাপাশি সবুজ সুস্থ্য পৃথিবী গড়ার লক্ষে বৃক্ষদানের আয়োজন করা হয়।ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকা বাসীরা।