February 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

সম্পর্কের রয়েছেন প্রভাস এবং কৃতি সানন, জোর জল্পনা

সম্পর্কের রয়েছেন প্রভাস এবং কৃতি সানন | যদিও নিজের মুখে এ কথা স্বীকার করেননি কেউই | তবে এবার কৃতির মুখে শোনা গেল অন্য গল্প | আর সেই গল্পে বাড়ছে জল্পনা |

ভেরিয়া’র প্রচারে বরুনের মুখে বারবার উঠে এসেছে প্রভাস কৃতির প্রেমের কথা | তবে এটা ছিল মজার ছলে | এরই মাঝে অবশ্য কৃতি জানিয়েছিলেন যে, তিনি বিয়েও করতে পারেন প্রভাসকে | 40 এ পা দিয়েছে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস | বাহুবলি সিরিজের পর তার জনপ্রিয়তা তুঙ্গে | তবে বাহুবলি রিলিজের পর শোনা গিয়েছিল তিনি অনুষ্কা শেট্টির সঙ্গে প্রেম করছেন | অবশ্য সে সম্পর্কের কথা ও স্বীকার করেনি প্রভাস | বর্তমানে জোর জল্পনা তার সঙ্গে কৃতির সম্পর্ক নিয়ে |