January 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল মালঞ্চা সংঘ স্পোটিং ক্লাব

সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা সংঘ স্পোটিং ক্লাব। সোমবার দুপুরে মালঞ্চা হাটখোলাতে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনে এই রক্তদান শিবিরে ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করে। যার মধ্যে আটজন মহিলা ছিল। এই আটজন মহিলার মধ্যে ছয়জন প্রথমবার রক্তদান করলেন।

কোরোনা আতঙ্ক ও লকডাউনের মধ্যেই মেয়েদের রক্তদান অন্যদের উৎসাহিত করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মূলত রকটাউন ও কর্ণার জেরে বন্ধ হয়ে গেছিল বিভিন্ন রক্তদান শিবির এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক রক্ত সংকট দেখা দেয় ঠিক এমন সময় রক্তদানে এগিয়ে আসে মালঞ্চা সংঘ স্পোর্টিং ক্লাব।