September 20, 2021

TV Bangla New Agency

Just another WordPress site

শ্রাবণের আমন্ত্রণে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর :- শুক্রবার শ্রাবণের আমন্ত্রণে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য। করোণা সংক্রমণে কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নটরাজ ডান্স কালচারাল একাডেমীর উদ্যোগে বাইশে শ্রাবণ প্রতিবছরের মতো এবছরও পালিত হলো। পার্থক্য শুধু এক জায়গায় যেখানে বিশাল বড় জমায়েত হতো এবং লোকপ্রসার চলত, সেখানেই নির্দিষ্ট ঘরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠান। কবিগুরুর প্রতিকৃতিতে একাডেমির শিক্ষক ছাত্র এক এক করে সবাই মাল্যদান করলেন। সংকটেরও নিনো মায়া হয়ো না অপমান। সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান তুমি আছো নয়নে তুমি আছো হৃদয়ে তুমি আছো।
তুমি রবে নীরবে হৃদয়ে মমো শ্রদ্ধার্ঘ্য।যেখানেই মানুষ প্রেম রোপন করে, দেখিতে দেখিতে সেই স্থান প্রেমের সরষে আচ্ছন্ন হয়ে যায়। মানুষ চলিয়া যায়, কিন্তু তাহার প্রেমের পাশে সে পৃথিবীকে বান্ধিয়া রাখিয়া যায়।