September 20, 2021

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন অমান্য করার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ

গতকালের পর আজও উত্তর দিনাজপুর জেলায় চলছে লকডাউন। বেলা দুটোর পর থেকে সম্পূর্ণ লকডাউন করতে তৎপর ছিল রায়গঞ্জ থানার পুলিশ। আর এই লকডাউন অমান্য করার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ।

উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বেশকিছু মানুষ। এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৭, মৃতের সংখ্যা ১১। উল্লেখযোগ্য ভাবে সুস্থও হয়েছেন ১০৩৭ জন করোনা আক্রান্ত রোগীও। কিন্তু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকার কারনে ৬ ও ৭ আগস্ট বেলা দুটোর পর থেকে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর ও রায়গঞ্জ ব্লক, ইটাহার, করনদিঘী, ইসলামপুর ব্লক সহ বেশ কয়েকটি ব্লকে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ২ টার পরেও রায়গঞ্জ শহরে বেশকিছু মানুষ লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় নামে। এদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে এবং লকডাউন সফল করতে অভিযানে নামে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযানে নেমে লকডাউন অমান্য করার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।