
পদবী বোস হলেও নতুন রাজ্যপাল কিন্তু বাঙালি নন | রাজভবনে হাতে খড়ি হলো রাজ্যপালের | তিনি লিখলেন “অ আ” | রাজ্যপালের হাতে বর্ণপরিচয় তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গত জগদীপ ধনকর ইস্তফা দেবার পর এ রাজ্যে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন মণিপুরের রাজ্যপাল না গনেশান | গত বছর নভেম্বরে বাংলার রাজ্যপাল পদে শপথ গ্রহণ করেন সিভি আনন্দ বোস | তবে রাজ্যপাল হওয়ার পর ‘বাংলা’ শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি একাধিকবার । এদিন রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অংশ নেন রাজ্যপাল | পাশাপাশি এদিন বিকেলে রাজভবনে চাচক্রে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী |
More Stories
বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
সর্বভারতীয় স্তরে পুরস্কৃত হল রাজ্যের চারটি ই গভর্নেন্স পরিষেবা
কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু