
তিন দশক পর সিনেমা হল খুলল কাশ্মীরে | তাতেই রমরোমিয়ে চলছে “পাঠান” | দিনে প্রায় ১২ থেকে ১৪ টি শো হাউসফুল | এমন ঘটনা ৩২ বছর পর কাশ্মীরে ঘটলো বলে জানা গিয়েছে |
পাশাপাশি গোটা দেশজুড়ে ঝড় তুলেছে শাহরুখ অভিনীত “পাঠান” । কলকাতা থেকে কর্ণাটক পর্যন্ত সমস্ত হলে একই রকম ঝড় “পাঠান” সিনেমা ঘিরে |
প্রসঙ্গত পাক্কা চার বছর পর সিনে পর্দায় আগমন শাহরুখের | কিন্তু চার বছর পর পাঠান হয়ে ফিরে এসে শাহরুখ ভাঙ্গলেন সব রেকর্ড | বাক্স অফিসে পাঠান রাজত্ব | তবে এই ছবির মুক্তির আগে নানা বিতর্ক হলেও ছবি মুক্তি পাওয়ার পর তা অনুরাগীদের মন কেড়ে নিয়েছে তা বলাই বাহুল্য |
More Stories
অনুষ্কা কে দিতেই হবে কর, জানালো সেলস ট্যাক্স বিভাগ
সৌন্দর্য নিয়ে বিশেষ করে মাথা ঘামাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী
প্রকাশ্যে এলো ফাটাফাটি ছবির গান ‘জানি অকারণে’