September 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

মোটরসাইকেল সাথে লরি মুখোমুখি সংঘর্ষ মৃত্যু একজন


উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা, টুনিভিটা ৩৪ নম্বর জাতীয় সড়কে মোটরসাইকেল সাথে লরি মুখোমুখি সংঘর্ষ মৃত্যু একজন।
করণদিঘী পুলিশ প্রশাসন সূত্রে যানা যায় শিলিগুড়ি থেকে দুইজন ব্যবসায়ী মোটর সাইকেল নিয়ে মালদা যাচ্ছিল, টুনভিটা কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় মোটর সাইকেল এক একজন মহম্মদ কাশিম বয়স ৩০)লরি চাকায় পড়ে পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনাস্থলে করণদিঘী থানার ট্রাফিক অফিসার রূদম সাহা খবর পেয়ে ঘটনা আসে। ঘাতক লরিটিকে আটক করে পুলিশ , ও মৃতদেহটি করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবা হয়। সেখান থেকে রায়গঞ্জ মর্গে ময়নাতদন্তের জন্য পাটানো হয়।