June 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

মুক্তি পেল ‘বেলাশুরু’-র ট্রেলার

বেলা শেষের পর কেটে গেল সাত বছর | এই দীর্ঘ সময় বাংলা সিনেমা হারিয়েছে অজস্র নক্ষত্র কে | হারিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে যে | এই জুটি মাতিয়ে রেখেছিল শিবপ্রসাদ নন্দিতার ‘বেলাশুরু’ | এবার মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’ | শনিবার সামনে এলো এই ছবির ট্রেলার |

‘ বেলাশেষে’ সকলের মন ছুঁয়ে গেছে | সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর বড় পর্দার সম্পর্ক, সংসার, প্রেম বন্ধুত্ব কে ভালোবেসে ছিলেন দর্শকেরা | এরপর তাদের দাম্পত্য কাহিনী নিয়ে শুরু হয় ‘বেলাশুরু’ | অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামি ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য সহ অনেকেই |