March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা মহানন্দা বাইপাস দ্বিতীয় সেতুতে ট্রাক ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ

মালদাঃ-মালদা মহানন্দা বাইপাস দ্বিতীয় সেতুর ওপর অসাভাবিক দুর্ঘটনা ঘটে, ট্রাকের সাথে বোলেরো গাড়ির সংঘর্ষ হয়।

শনিবার সকাল প্রায় পাঁচটা নাগাদ মালদা মহানন্দা দ্বিতীয় সেতু 34 নম্বর বাইপাস রোডের উপর গাজোল গামি এক ট্রাকের সাথে বুলেরো গাড়ি মুখোমুখি ধাক্কা। দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়ি টি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ট্রাকের চালক পলাতক, এবং ঘটনাস্থলে বোলোরো গাড়িতে থাকা একজন মারা যায়।ও আহত হয় কয়েকজন। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, আহতদের মালদা মেডিকেল কলেজে পাঠায়, মৃতদেহ পাঠানো হয় মর্গে। কি ভাবে ঘটনা ঘটেছে এই তদন্ত শুরু করেছে পুলিশ।