June 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

মানসিক অবসাদে আত্মঘাতী বালুরঘাটের স্বনামধন্যা প্রাক্তন খোখো খেলোয়ার

বালুরঘাট,- মানসিক অবসাদে আত্মঘাতী বালুরঘাটের স্বনামধন্যা প্রাক্তন খোখো খেলোয়ার। মঙ্গলবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন প্রাক্তন খোখো খেলোয়ার তথা খেলার শিক্ষিকা বাবলি সরকার। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

বালুরঘাট চকভবাণী এলাকার ব্রতী সংঘ পাড়ার বাসিন্দা বাবলি সরকার। ছাত্রীজীবনে তিনি বালুরঘাটের খোখো খেলোয়াড় হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। বর্তমানে তিনি করদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে কয়েক বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এরইমধ্যে কোভিড পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় তিনি আরো বেশি মানসিক অবসাদ গ্রস্থ হয়ে পরেন। মঙ্গলবার রাতে তার নিজের শোবার ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। বুধবার বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্ত করা হয় তার। প্রাক্তন খোখো খেলোয়ারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবার সহ বালুরঘাটে।