June 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

মহিষাদলের পুজোতে অভিনেত্রী জুন মালিয়া

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- কর্মসূত্রে কোলকাতাতে থাকলেও মন পড়ে থাকে সেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল। এক সময় জীবনের একাধিক সময় কাটিয়েছেন মহিষাদলে। জানা গিয়েছে মহিষাদল অভিনেত্রী জুন মালিয়ার বাপের বাড়ি। মহিষাদলের রামবাগে তার জীবনের অনেকটা সময় কাটিয়ে ওঠা। মহিষাদল রাজবাড়ির সঙ্গেও ছিল সম্পর্ক। তাই রাজবাড়ির পুজোর সময় বারবার মন টেনে নিয়ে আসে মহিষাদলে। বারবার মন চাইলেও কর্ম ব্যস্ততার জন্য আসতে পারেন না তিনি। কিন্তু এবছর শত ব্যস্ততা কাটিয়ে মহিষাদল রাজবাড়ির পূজো তে উপস্থিত হলেন অভিনেত্রী জুন মালিয়া। রাজবাড়ীর পরিবারের সদস্যদের সঙ্গে কাটান একাধিক মুহূর্ত। পুরনো স্মৃতিতে ফিরে যান তিনি। সেই স্মৃতি ভাগ করলেন আমাদের সঙ্গে, এদিন বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী জুন মালিয়া জানান এবছর মহামারি ভাইরাসের কারণে কার্যত নিরাশ এলাকার মানুষের পাশাপাশি অভিনেত্রী, তবে অনেক স্মৃতি জড়িয়ে থাকার কারণে আবার হয়তো মায়ের টানে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী, এদিন বক্তব্য রাখতে গিয়ে পুরনো অনেক স্মৃতির কথা তুলে ধরলেন তিনি।