March 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

মঙ্গলবার থেকে খুলল বাঙ্গুরের বাজার

মঙ্গলবার থেকে বাঙ্গুরের বাজার ডি ব্লক স্কুল মাঠে বসবে, মাছ থেকে সবজি ফল ফুল সব কিছু শুধু মুরগী আর পাঠার মাংসের দোকান পুরোনো জায়গায় থাকবে । নতুন বাজার মঙ্গল শুক্র আর রবিবার বসবে বাকী দিনগুলো সব বাজার বন্ধ থাকবে । সময় সকাল ৭ টা থেকে সকাল ১১ টা বিকেলে সব বাজার বন্ধ থাকবে । বাঙ্গুরের সমস্ত নিত্য প্রয়োজনীয় দোকানও এখন থেকে সকাল ৭ টা থেকে ১১ট ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত্য খোলা থাকবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।