April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভয়ংকরী প্রাকৃতিঝড়ে ক্ষতি ফসলের


ভয়ংকরী প্রকৃতি আরও একবার আঘাত হানলো গ্রাম-বাংলার চাষিদের উপর। গতকাল সন্ধ্যা ৭.৩০ নাগাদ প্রচণ্ড ঘুর্ণিঝড় আর শিলাবৃষ্টি আছড়ে পড়ে কাটোয়া ২নং ব্লকের বিভিন্ন অঞ্চলে।
পলসোনা অঞ্চলের পলসোনা ও শিলা গ্রামের চাষিদের মাথায় হাত, এখানকার ধানের জমিতে ধানগাছগুলি শষ্যহীন অবস্থায় বারনের মতো দাঁড়িয়ে আছে। পলসোনা গ্রামের চন্দন ঘোষ,গদাই ঘোষ,হরেরাম পাল,বরুণ মন্ডলদের কথায়, গতকালের শিলাঝড় হওয়ার ফলে তাদের তিল তিল করে তৈরি করা ফসলের যা ক্ষতি হয়েছে তা খুবই হতাশাদায়ক। এরপর তাদের ভাতের হাঁড়িতে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন তারা।
এই আকষ্মিক ঝড়ের প্রকোপে অনেক গাছপালা ভেঙে পড়ে, দুটি গরুর মৃত্যু হয়। সব মিলিয়ে পলসোনার মানুষের মাথায় হাত।