November 30, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

ভিনরাজ্যেই চিরনিদ্রায় বাংলার সুলতান

আর্থিক অস্বচ্ছলতা দূর করতে সপরিবারে পাড়ি দিয়েছিলেন ভিনরাজ‍্যে। তবে তা ভিন রাজ‍্যেই সমাপ্তি লকডাউন আবহে। মালদহের চাঁচল ১ নং ব্লকের ভবানপুর জিপির দক্ষিন কালিগঞ্জের সুলতান আলী মুম্বাইয়ের বান্দ্রাতেই দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। কিন্তু বেশ কয়েক মাস ধরে হৃদ জনিত সমস্যায় ভুগছিলেন সুলতান। কিন্তু শেষ পর্যন্ত মারণ ভাইরাস করোনা সংক্রমণে নয়, জীবনের অন্তিম শ্বাস শেষ হল সেই হৃদরোগেই। গত শনিবার আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বান্দ্রার এক হাস্পাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান।

কিন্তু বাড়ির লোকের আশা ছিল তাঁর নিজের গ্রামে সমাধিস্থ করা হবে তাঁর মরদেহ। কিন্তু লক ডাউনের জন্য সম্ভব হলনা সেটিও। অগত্যা ভিনরাজ্যেই কবরে চিরদিনের জন্য ঘুমিয়ে পরলেন বাংলার সুলতান। তাঁর তিন সন্তান ও বাবা মায়ের জীবনে নেমে এসেছে গভির শোকের ছায়া। প্রিয়জনকে শেষবারের মত দেখার ইচ্ছাটুকুও অপূর্ণ থেকে গেল সুলতান আলির পরিবারের।