November 26, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতীয় জওয়ানদের গুলিতে খতম হল তিন পাকিস্তানি সেনা

করোনা রুখতে দেশ জারি লকডাউন। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সময়েই নিজের দেশে করোনা পরিস্থিতির কোনওরকম মোকাবিলা না করার পাশাপাশি সীমান্তের ওপার থেকে কাশ্মীরে গোলাগুলি ছুঁড়ছে পাকিস্তান। প্রতিদিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে অশান্তি তৈরি চেষ্টা করছে। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় জনবসতি লক্ষ্য করে গুলি ও গোলা ছুঁড়তে শুরু করে পাকিস্তান। পালটা জবাব দেন ভারতীয় সেনা জওয়ানরাও। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ লড়াই চলার পর পাকিস্তানের তিন সেনা খতম হয়। জখম হয় আরও পাঁচজন। সেই সঙ্গে পাকিস্তানের চারটি সেনাঘাঁটিও ধ্বংস করে দেন ভারতীয় সেনার জওয়ানরা। অন্যদিকে ভারতীয় সেনা জওয়ানদের কারোর খুব বেশি আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।