November 27, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতীয় জওয়ানদের নৃশংস ভাবে হত্যার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল অভিযান ক্লাব

উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে সম্প্রতি চিনের বিরুদ্ধে ভারতের মাটিতে অনৈতিক আগ্ৰাসন ও নিরস্ত্র ভারতীয় জওয়ানদের নৃশংস ভাবে হত্যার বিরুদ্ধে চিনের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল অভিযান ক্লাব। সেইসঙ্গে চিনের জাতীয় পতাকাও জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের সচিব রঞ্জিত দে বলেন চিনের এই অনৈতিক আগ্ৰাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে সাধারণ মানুষের। সেইসঙ্গে চিনা দ্রব্য ব্যাবহার না করার জন্য আবেদন রাখেন তিনি।কারন যারা আমাদের দেশে ব্যাবসা করে মুনাফা করছে আমার আমাদের দেশ দখল করতে চাইছে।এই অসভ্যতা ভারতবাসী বরদাস্ত করবে না।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে সুধীর দাস গৌতম সোম চৌধুরী বিজয় দত্ত অভিক দাস, বিশাল খান্ডেলওয়াল সোহম শিকদার প্রমুখ।।