October 24, 2021

TV Bangla New Agency

Just another WordPress site

ব্রাউন সুগার সহ গ্রেফতার 2 পাচারকারি

মালদাঃ- মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়িতে পুলিশের হাতে ৪০৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই প্রাচারকারি পুলিশ সুত্রে জানাযায়, গতকাল সন্ধ্যে আটটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ হানা দেয় বাবুর বোনা জি.বি.এস মাদ্রাসার পেছনে। সেখান থেকে ৪০৫ গ্রাম ব্রাউন সুগার হাতেনাতে ধরাপরে। ব্রাউনসুগার সহ দুই জনকে আটক করা হয়। পুলিশ কে দেখে পালাতে যাওয়ার সময় দুজন অপরাধীকে ধরে ফেলা হয় । তাদের নাম লোকমান শেখ(২৮) অপর জনের নাম আনিকুল আনিকুল হক(২৯)। দুজনেরই বাড়ি গোলাপগঞ্জের ষাড়দহ গ্রামে।এই বিষয় নিয়ে ঘটনার তদন্তে নেমেছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ এই ঘটনার সাথে আরো কেউ জরিত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে।