একসঙ্গে ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বেলুড় মঠে। আক্রান্তদের মধ্যে ৫৪ জন সন্ন্যাসী এবং ১৫ জন কর্মচারী রয়েছেন। একসঙ্গে এতজন সন্ন্যাসী ও কর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগে বেলুড় মঠ কর্তৃপক্ষ। আর এই কারণেই রামকৃষ্ণ মঠ ও মিশনের হেড কোয়ার্টার বেলুড় মঠে তৈরি হতে চলেছে তিন তলা একটি কোয়ারানটিন হাউস।
মঠ সূত্রে খবর, কোয়ারানটিন হাউসটি তৈরি করতে লাগছে ৮০ লক্ষ টাকা। বেলুড় মঠের চত্বরের ভেতরেই তৈরি হচ্ছে তিন তলা এই কোয়ারানটিন হাউস। এর প্রতি তলায় পাঁচটি করে ঘর রয়েছে। করোনার বিষয়ে ইতোমধ্যে পজিশন পেপার প্রকাশ করেছে মঠ কর্তৃপক্ষ।