
ভারতীয় সংগীত জগতকে শোকে ডুবিয়ে দিয়ে চলে গেলেন ভারতীয় ফিল্ম সংগীতের “মীরা” বাণী জয়রাম | মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর | জানা গেছে কয়েকদিন পরেই ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্র পুরস্কার স্বীকৃতি পেতে চলেছিলেন তিনি |
চেন্নাইয়ে হ্যাডস রোড এপার্টমেন্টে একাই থাকতেন তিনি | জানা গিয়েছে এই দিন সকালে ডোমেস্টিক হেল্পার কাজ করতে এসে দরজার কলিং বেল বাজায় | একাধিকবার কলিং বেল বাজানো সত্বেও সারা পাননি তিনি | এরপর শিল্পীর আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয় |ঘটনাস্থলে আসে পুলিশ | দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় শিল্পী মারা গিয়েছেন | তবে মনে করা হচ্ছে বাড়িতে একা থাকায় কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে |
More Stories
অনুষ্কা কে দিতেই হবে কর, জানালো সেলস ট্যাক্স বিভাগ
সৌন্দর্য নিয়ে বিশেষ করে মাথা ঘামাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী
প্রকাশ্যে এলো ফাটাফাটি ছবির গান ‘জানি অকারণে’