September 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রকাশ্য রাস্তায় প্রাক্তন পুলিশ কর্তার মেয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হরিদেবপুরে

হরিদেবপুরে সন্ধ্যাবেলায় প্রকাশ্য রাস্তায় প্রাক্তন পুলিশ কর্তা (শিশির কুমার বন্দোপাধ্যায়) র মেয়ে শ্রাবন্তীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা। গুরুতর আহত শ্রাবন্তী দেবী হাসপাতালে চিকিৎসা করার পর হরিদেবপুর থানায় এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানালেন। সন্ধ্যা বেলায় পাড়ার মধ্যে( হরিদেবপুর থানা এলাকার যদুনাথ উকিল রোড) কুকুরদের খাবার দেওয়ার জন্য বেরিয়ে ছিলেন পেশায় অধ্যাপিকা সাবন্তী বন্দ্যোপাধ্যায়। জায়গাটা একটু অন্ধকার ছিল ঠিক সেই সময়ই অতর্কিতে হামলা চালায় একজন প্রতিবেশী ও একজন মহিলা। প্রতিবেশীকে চিনতে পারলেও অন্ধকারের জন্য প্রতিবেশীর সঙ্গে যে অন্য মহিলা এসেছিল তাকে চিনতে পারেনি সাবন্তী দেবী। এই সময় তিনি দেখেন তার বাবা ওই রাস্তা দিয়েই ফিরছেন চিৎকার শুনে বাবা এগিয়ে আসেন ততক্ষণে চম্পট দেয় প্রতিবেশী এবং প্রতিবেশীর সঙ্গে আসা মহিলা। হরিদেবপুর থানায় মহিলা অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে হরিদেবপুর থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তার মেয়ে জানান যে তাদের বাড়ি প্রমোটিং করার জন্য বেশ কিছুদিন ধরে এলাকার কিছু মানুষ চাপ দিচ্ছিল কিন্তু তারা বারণ করে দেয় তাদের বাড়ি প্রমোটিং এ দেয়া হবে না। এরপরও উৎপীড়ন করলে তাদের বিরুদ্ধে এর আগে দুইবার অভিযোগ করা হয় থানায়। ওই মহিলাকে বারবার কেস তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। যেহেতু শ্রাবন্তী দেবী কেস তোলেন নি তার জন্যই এই আক্রমণ বলে মনে করছেন সাবন্তী দেবী ।