July 10, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পিচ রাস্তার দাবিতে পথ অবরোধ দুবরাজপুরে

বীরভূম জেলার দুবরাজপুর থেকে হেতমপুর যাওয়ার মূল রাস্তায় রয়েছে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল। আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যদিও বা ঐ রাস্তায় এখন ডাস্ট দেওয়া হয়েছে। কিন্তু সেই ডাস্টের ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলকাবাসী থেকে শুরু করে পথচারীরা। এমনকী এই রাস্তা দিয়ে প্রতিদিন রোগীদের নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনও সেই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। তাই আজ সকালে এলাকাবাসীরা সমস্ত যানবাহন আটকে ঘন্টাখানেক পথ অবরোধ করেন। স্থানীয় হোমিও চিকিৎসক মহম্মদ মহিবুল হাসান জানান, কিছুদিন আগে রাস্তাটা ঠিকই ছিল। কিন্তু রাত্রে বেপরোয়া ভাবে ওভারলোড গাড়ী যাতায়াতের ফলে সাধারন মানুষ এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কিছুদিন আগে এই রাস্তায় একজন শ্বাসকষ্টের রোগী পড়ে গিয়ে মারা গেছেন। তাই এই রাস্তা পিচ রাস্তা তাড়াতাড়ি করতে হবে না হলে আমরা আরো বৃহত্তর পর্যায়ে যাব। অন্যদিকে স্থানীয় শিক্ষক সেখ মুজিবর জানান, দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল যাওয়ার এটা প্রধান রাস্তা। কিন্তু এই বেহাল রাস্তার কারনে এলাকাবাসী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে তাঁরা শ্বাসকস্ট, হাঁপানি রোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন জায়গায় আবেদন করেছি কিন্তু সেই আবেদনের কোনো সাড়া না মেলায় আজ আমরা পথ অবরোধে নেমেছি।