June 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

নেলপলিশের ব্যবসা শুরু করতে চলেছেন সোনাক্ষী

সম্প্রতি ইনস্ট্রাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সোনাক্ষী সিনহা | ছবিগুলোতে তার হাতের আঙ্গুল স্পষ্ট ভাবে দেখানো হয় | তবে অনামিকা তে থাকা আংটি নিয়ে শুরু হয়ে যায় কানাঘুষো |অনেকেই ভাবতে শুরু করেন এনগেজমেন্ট বোধহয় সেরে ফেললেন সোনাক্ষী সিনহা | তবে এ বিষয়ে স্পষ্ট করে কথাই বলেননি তিনি |

এবার সে বিষয়ে সোনাক্ষী জানালেন, ব্যক্তিগত জীবনে কোনো নতুন অধ্যায় নয় | এবার নেলপালিশের ব্যবসা শুরু করছেন তিনি | ব্র্যান্ডের নাম SOEZ | নখের প্রসাধনী সামগ্রীর মডেল তিনি নিজেই | তবে পেশাগত ক্ষেত্রে নতুন পদক্ষেপের কথা অনুরাগীদের নিজেই জানান তিনি |