March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

নিজেকে তৃণমূলের ‘পাহারাদার’ হিসেবে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)

নিজেকে তৃণমূলের ‘পাহারাদার’ হিসেবে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | কেশপুরে তৃণমূল গোষ্ঠীদন্ত নিয়ে অভিযোগ উঠেছে | দলের অন্তরের খবর নেতাদের ব্যক্তিগত রেষারেষি জেরে ক্ষতি হচ্ছে তৃণমূল সংগঠন । তবে এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন দলে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই | তিনি জানান, “গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আজকের সভায় এত লোক আসতো না” |

পাশাপাশি দলীয় কোন্দল রুখতে এদিন কেশপুর সভা থেকে করা বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তিনি জানান, অদৃশ্য চোখ সবার উপর ঘুরে বেড়াচ্ছে | সবাইকে সচেতন করে দিয়ে যাচ্ছি | পাহারাদারির দায়িত্বে আমি” |