April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দেশের এই মহামারী পরিস্থিতিতে আইপিএল নিয়ে বার্তা সৌরভ গাঙ্গুলীর

করোনা ভাইরাস যেভাবে গোটা বিশ্বে মহামারি সৃষ্টি করেছে তাতে বন্ধ হয়ে গিয়েছে দৈনন্দিন কার্যত জীবন | এমন পরিস্থিতি এর আগে দেখেনি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় | দেশে এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা হবে কিনা সে বিষয়ে তিনি জানান, এখন গোটা বিশ্বে আগামী সপ্তাহে আরো কত মানুষ মারা যেতে পারে তা অবিশ্বাস্য বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় | পাশাপাশি তিনি জানান, এই পরিস্থিতিতে গৃহবন্দী থাকতে হবে সকল দেশবাসীকে | ধৈর্য হারা হলে চলবে না | এই পরিস্থিতিতে গোটা বিশ্বের বন্ধ রয়েছে সমস্ত স্পোর্টস ইভেন্ট | সেইমতো আইপিএল নিয়ে এই মুহূর্তে ভাবছেন না তিনি | তবে এই পরিস্থিতিতে ক্রিকেটারদের জীবনের কথা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিসিসিআই সভাপতি |

চলতি বছর 29 মার্চ আইপিএল শুরু হবার কথা ছিল | কিন্তু তা পিছিয়ে 15 এপ্রিল দিন ঠিক করা হয় | এরপর লকডাউন এর জেরে তাও পিছিয়ে যায় | এরপর ফের লকডাউন এর সময়সীমা বাড়ায় আইপিএল কবে হবে তা নিয়ে নিশ্চিত কিছুই জানা যায়নি | তবে জানা গেছে, আইপিএল নিয়ে আগামী সোমবার বিসিসিআই এর বাকি সদস্যদের সঙ্গে বৈঠক করবেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় |