April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দিল্লি পুনগঠনের ‘ সেন্টার ভিষ্টা প্রজেক্ট ‘প্রকল্প বহাল থাকার ঘোষণা সুপ্রিম কোর্টের

দিল্লি পূনর্গঠনের ‘সেন্টার ভিস্টা প্রজেক্ট ‘প্রকল্প বহাল থাকবে বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সেন্টাল ভিস্টা প্রজেক্ট ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিভিন্ন এলাকা পুনর্গঠন করা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে একটি নতুন সংসদ ভবন তৈরি হবে শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির নয়া বাসভবন তৈরি করা হবে প্রকল্পে। গোটা প্রকল্পটি শেষ করতে 2024 সাল পর্যন্ত লাগবে। যার বাজেট কুড়ি হাজার কোটি টাকা। গত 2019 সালের দিল্লির সাউথ ব্লক এর কাছে একটি 15 একর ফাঁকা জমিকে আবাসন হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া পিটিশনে স্হগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই প্রকল্প বহাল থাকার কথা ঘোষণা করল সুপ্রিমকোর্ট