March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের জঙ্গল, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ


চলতি বছরের শুরু থেকেই গোটা বিশ্বজুড়ে হানা দিয়েছিল করোনাভাইরাস। আর সেই মারন ভাইরাসের দাপট আজও অব্যাহত রয়েছে দেশে। তারই মধ্যে কিছুদিন আগে সুপার সাইক্লোন এর ভয়াবহ দুর্যোগ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বড় ক্ষতি ডেকে এনেছে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই দাউদাউ করে জ্বলে উঠলো উত্তরাখণ্ডের জঙ্গল।

গত চারদিন ধরে আগুন লেগে ছারখার হয়ে যাচ্ছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি ধ্বংস হয়ে গিয়েছে বিশাল বনভূমি। মৃত্যুর কোলে ঢলে পড়ছে বহু বন্যপ্রাণী। বেশ কয়েক মাস আগের ব্রাজিলের আমাজনে আগুন লাগার ঘটনার পুনরাবৃত্তি ঘটে উত্তরাখণ্ডে। স্থানীয় সূত্রে খবর, সেখানকার প্রায় ৫-৬ হেক্টর সবুজ অরণ্য ধ্বংস হয়ে গিয়েছে। এই বিশাল বনভূমির আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। উত্তরাখণ্ডের এই জঙ্গলে আগুন লাগার ঘটনায় বহু প্রজাতির পাখি এবং বেশ কিছু গাছ ধ্বংস হয়ে গিয়েছে। লক্ষাধিক গাছ ও প্রাণীর ক্ষতি হয়েছে। এই জঙ্গল থেকে সারাবছর প্রায় এক লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। তাই এই অরন্য পুড়ে যাওয়ার ফলে তার বেশ কিছুটা রেষ পড়বে অর্থনীতিতে।