February 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

তিরন্দাজদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভারত, করোনা আতঙ্কের জেরে এশিয়া কাপ তিরন্দাজি থেকে সরে আসার সিদ্ধান্ত

করোনা আতঙ্কের জেরে এবার এশিয়া কাপ তিরন্দাজি থেকে নাম তুলে নিল ভারত। আগামী ৭-১৫ মার্চ এই টুর্নামেন্টটি ব্যাংককে আয়োজিত হওয়ার কথা। জানা গিয়েছে, ভারত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, করোনার জেরে গোটা বিশ্বে যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে দল পাঠানো সম্ভব নয়। বৃহস্পতিবার ভারতের তিরন্দাজি অ্যাসোসিয়েশনের তরফে সংস্থার সচিব গুঞ্জন অবরল বিশ্ব তিরন্দাজি সংস্থার সাধারণ সম্পাদক টম ডিলেনকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

চিঠিতে তিনি লেখেন, “করোনা ভাইরাসের জন্য বর্তমান বিপজ্জনক পরিস্থিতির কথা ভেবে এবং সাই ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশিক মাথায় রেখে, ভারতের তিরন্দাজি অ্যাসোসিয়েশন নিজেদের তিরন্দাজদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। তাই এই মুহূর্তে আমরা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্যাংককে আগামী এশিয়া কাপ স্টেজ-১ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে পারছি না।” শুধু এই টুর্নামেন্টই নয় ইতিমধ্যেই করোনার জেরে বাতিল হয়ে গিয়েছে সুলতান আজলান শাহ হকি, টোকিও অলিম্পিক অনিশ্চিত হয়ে গিয়েছে। শেষমেষ পরিস্থিতি এতটাই জটিল যে, শীঘ্রই করোনা আতঙ্ক না কমলে পুরোপুরি বাতিল করে দেওয়া হতে পারে ক্রীড়াজগতের সবচেয়ে বড় ইভেন্ট।