April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী হবিবপুরের ব্লকের আইহো অঞ্চলের আদিবাসীরা

মালদা:- হবিবপুরের ব্লকের আইহো অঞ্চলের আদিবাসী এলাকা হিসেবে পরিচিত উপরকেন্দুয়া গ্রাম। এই গ্রামে গত তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকায় বাসিন্দারা দুর্ভোগ পরেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গ্রামবাসীরা। এতে এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে। এলাকায় বিদ্যুৎ না থাকায় রয়েছে একটি সাবমারসিবল পাম্প আর সেই পাম্প বন্ধ হয়েপরেছে বিদ্যুৎ না থাকায়। উপরকেন্দুয়া বাসিন্দাদেরব অভিযোগ বিদ্যুৎ দফতরে ফোন করে জানা হয়েছে কোন সমস্যা সমাধান করা হয়নি। এছাড়াও এলাকয় রয়েছে কয়একটি টোটো বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা। বিদ্যুৎ দফতরে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। যে কারণে দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। ওই গ্রামে একশোটির বেশি আদিবাসী পরিবার রয়েছে। ওই এলাকার বাসিন্দাদের এখন জলের জন্য যেতে হছে দুই কিলোমিটার দুরে বক্সীনগর গ্রামে নয়তো, সাদা পুর দুই কিলোমিটার দুরে যেতে হছে।
গ্রামের বাসিন্দারা দ্রুত প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

এবিষয়ে হবিবপুর ব্লকের, বিডিও সুপ্রতীক সাহা, জানিয়েছেন বিষয় টি বিদ্যুৎ দফতরে জানিয়েছি দ্রুত সমাধান করা হবে।