March 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)

শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ছিলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | বৈঠক সেরা সাংবাদিকদের মুখোমুখি হন তিনি | নাম না করে ফের একবার শুভেন্দু অধিকারী কে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |

একই সঙ্গে তিনি জানালেন, শুভেন্দুর বিশ্বাসঘাতকতা
ও তিনি চিহ্নিত করেছিলেন | তাই বারবার রাজ্যের বিরোধী দলনেতা তাকে নিশানা করেন বলে দাবি অভিষেকের | পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে জানান, “উনি( শুভেন্দু অধিকারী) অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কে ভোগেন শয়নে স্বপনে জাগরনে অভিষেক কে দেখেন” |