September 27, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

জেলা শাসকের দফতরে চতুর্থ তলায় আগুন লাগা কে কেন্দ্র করে চাঞ্চল্য অফিস জুড়ে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে চতুর্থ তলায় আগুন লাগা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অফিস জুড়ে। সূত্রে জানা গেছে একটি ইলেকট্রনিক চেঞ্জার এ শর্ট সার্কিট এর জেরে আগুন লাগে, হটাৎ ই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা অফিস চত্বরে।এরপর সাময়িক ভাবে এলাকায় ইলেকট্রিক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিসের কর্মীরা অফিসে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার এর গ্যাস এর মাধ্যমে আগুন নিভিয়ে ফেলে। পরে দমকল বাহিনী আসে। যদিও দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে দমকলের তরফ থেকে জানানো হয় চেঞ্জার এর ভেতর ইঁদুর ঢুকে যাওয়ায় এই ঘটনা ঘটে।
ঠিক এই সময় জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ মিটিং হলেও সাময়িকভাবে মিটিং থামিয়ে খোঁজখবর নেন জেলাশাসক , ঘটনাস্থলে দমকল এর ডিভিশনাল অফিসার এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আশ্বস্ত করেন জেলাশাসক কে। যদিও এই ঘটনায় কোনো সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। কিছু সময় পরে জেলাশাসকের দপ্তরে ইলেকট্রিশিয়ান এসে মেরামতের কাজ শুরু করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।