March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

জেলায় ক্রমশ জটিল হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

বালুরঘাট ; লকডাউনে ও যে করোনার ঝড়ো ইনিংস দমানো যাচ্ছেনা তার ইংগিত মিলছে গতকাল আর আজ দক্ষিন দিনাজপুর জেলা সহ সারা রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দেখলেই।দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আরও ৯৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি জেলায় মৃতের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ১২ তে। এদিনের ৯৫ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫৮ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে মোট ১০৪১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদিনের ৯৫ জন আক্রান্তের মধ্যে বালুরঘাট শহরের ১০ জন রয়েছেন বাদবাকি জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।পাশাপাশি ভুলে গেলে চলবেনা করোনা মোকাবিলা নিয়ে সরকারের সচেতনতা র এত প্রচার চালানো সত্বেও এখনও রাস্তাঘাটে বাজারে মানুষকে মাস্ক বিহীন ও অকারনে বাড়ির বাইরে ঘুড়তে ফিরতে দেখা যাচ্ছে। তাই হয়তো করোনা তার ঝড়ো ইনিংস খেলে যেতে পারছে।