
জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ। মালবাজার মহকুমার ডামডিম এলাকার ঘটনা। মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায় নি।
রবিবার দিন সকালে পথচলতি মানুষ দেখেন, ৩১ নাম্বার জাতীয় সড়ক সংলগ্ন একটি ঝোড়ার পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে এই ব্যাক্তির দেহ। মৃতদেহের শরিরে আঘাতে চিন্ন রয়েছে বলে জানা গেছে। এরপর স্থানিয় মানুষ মালবাজার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে মালবাজার পুলিশ।
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব