
চুরি হওয়া সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোষাকের পুলিশ। চুরির ২৪ ঘন্টার মধ্যে হীরের আংটি সহ দুই লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার করলো সাদা পোষাকের পুলিশ। ঘটনায় গ্রেফতার এক কিশোর।
পুলিশ সুত্রে জানা গেছে জলপাইগুড়ি নিউ সার্কুলার রোড এলাকার বাসিন্দা সৌরভ বিশ্বাসের বাড়ি থেকে গত ২৫ অগাস্ট দুপুর বেলায় চুরি হয় হীরের আংটি, সোনার চেন ও নগদ টাকা। এরপর তিনি অভিযোগ জানান জলপাইগুড়ি কোতোয়ালি থানার।
এরপর তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি ৩ নং ঘুমটি এলাকার এক কিশোরের কাছ থেকে চুরি হওয়া হীরের আংটি, সোনার চেন, নগদ ১০৫০০/- সহ দুই লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার হয়। এরপর জেরার মুখে চুরি করার ঘটনা পুলিশের কাছে স্বীকার করে নেয় ঐ কিশোর বলে জানা গেছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে।
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব