
পাঁচ দিন শীতের মিনি স্পেল চলবে | তবে এটা তাপমাত্রা ১৫ ডিগ্রি নিচে নামবে না বলেই মনে করছেন আবহাওয়া দপ্তর | তবে চলতি সপ্তাহে তাপমাত্রা পতন ঘটেছে অনেকটাই |
জাঁকিয়ে না হলেও ভরপুর শীতের আমেজ এবং সারাদিন উত্তরের হাওয়ায় শীতল অনুভূতির সাক্ষী থাকতে চলেছে কলকাতা | আগামী পাঁচ দিন মিনি শীতের স্পেল শুরু হবে | তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে | পাশাপাশি কমবে সামান্য তাপমাত্রা |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 15 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম
উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ
এদিন কালীঘাটে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী