March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রেফতার ইয়েস ব্যাঙ্কের কর্নধার রানা কাপুর

টাকা তছরুপের অভিযোগে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা কর্নধার রানা কাপুরকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার ভোররাতে তাকে গ্রফতার করা হয়৷ । ১১ই মার্চ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি ৷ সূএের খবর, শনিবার ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বাড়ি তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এরপরই রবিবার ভোররাতে তাকে গ্রফতার করা হয়। ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বিরুদ্ধে অর্থ পাচার করার অভিযোগ দায়ের করা হয়েছে। সূএের খবর, বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক। তবে ৩ এপ্রিল পর্যন্ত এই ব্যাঙ্কের প্রতিটি গ্রাহক মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছে আরবিআই।