
গরু পাচার মামলায় এবার ইডির মুখোমুখি অভিনেতা দেব | জানা গেছে, গত মঙ্গলবার ইডির সামনে হাজীরা দেয় সাংসদ অভিনেতা দেব | তাকে পাঁচ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করে ইডি | গরু পাচার মামলায় অর্থ সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে |
এর আগে গরু পাচার মামলায় দেবকে টানা 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই | জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সাংসদ জানান, “আমি বেশি কিছু বলতে পারব না | একজন ব্যক্তিকে চিনি কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল | আমার বক্তব্য জানিয়েছি | মনে হয় আর ডাকবে না” | পাশাপাশি এনামুল হককে চেনেন না বলেই জানিয়েছিলেন সংসদ তথা অভিনেতা দেব |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়