January 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

খিচুড়ি তৈরি করে পথ কুকুর, বিড়ালদের খাওয়াল পূর্ব মেদিনীপুরের উইকেয়ার পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর এই বানীকে স্মরণ করে পথ কুকুর, বিড়াল দের পাশে উইকেয়ার। করোনা আতঙ্কে লক ডাউনের পরিস্থিতি তে মানুষের কাছে খাবার পৌঁছে গেলেও পথ পশুরা খাবার পাচ্ছে না। দুটো অন্ন, এই পরিস্থিতি তে না খেয়ে অস্তিত্ব বিপন্ন পথ কুকুর ,বিড়াল দের। খাওয়ার খেতে না পেরে হিংস্র হয়ে উঠছে তারা, হয়ে উঠছে আক্রমনাত্মক। বুধবার উইকেয়ার পরিবারের থেকে ওদের খাওয়ার ব্যবস্থা করা হয় পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিভিন্ন প্রান্তে। উই কেয়ার পরিবারের সদস্য রা ডিম, মাংস, সয়াবিন সহযোগে তৈরী করে ওদের জন্য খিচুড়ি এবং পরম স্নেহে বুধবার ওদের মুখে খাদ্য তুলে দেয়। এই দিন শতাধিক পথ কুকুরের জন্য খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা হয়ে ছিল। উইকেয়ার পরিবারের সৈনিক দের এই পদক্ষেপ সমাজের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।